-আপনারা কী কাজ করেন?
-আমরা মূলতঃ ব্যাংকারদেরকে জ্ঞানভিত্তিক বিভিন্ন সেবা দিয়ে থাকি।
-আপনারা কী কী সেবা দিচ্ছেন?
- আমাদের বেশ কয়েকটি সেবা রয়েছে। এর মধ্যে iKnowledge Bank হচ্ছে প্রধান।
- iKnowledge Bank কি?
- iKnowledge Bank is a knowledge repository on banking.
- একটু উদাহরন দিয়ে বলুন এটা কী কাজে লাগে?
- ঠিক আছে। ধরুন, আপনার ২০১২ সালের ১৪ নং বিআরপিডি সার্কুলার প্রয়োজন। আপনি iKnowledge Bank এ BRPD circular 14, 2012 লিখে সার্চ দিলে সার্কুলারটি পেয়ে যাবেন।
- এটা তো আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকেও বের করতে পারি।
- অবশ্যই পারেন, তবে iKnowledge Bank এ এটা বের করা সহজ।
- ব্যস, এটুকুই? আর কিছু?
-আরও আছে। ধরুন, আপনার large investment/loan এর সার্কুলার দরকার কিন্তু আপনি সার্কুলার নাম্বার জানেন না। সেক্ষেত্রে large investment circular বা large loan circular লিখে সার্চ দিয়ে আপনি সার্কুলারটি বের করে নিতে পারবেন।
- এভাবে অবশ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে বের করা যায় না। তাহলে তো iKnowledge Bank বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের একটা বিকল্প ।
- অবশ্যই না। বরং এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের সহায়ক। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তথ্য আছে বলেই iKnowledge Bank আপনাকে তা সহজে খুঁজে বের করে দিতে পারছে।
- আচ্ছা ভালো, iKnowledge Bank এ সার্কুলার ছাড়া আর কী আছে?
- জি, এখানে আরও আছে ব্যাংকারদের প্রয়োজনীয় বিভিন্ন আইন, ব্যাংকিং তথ্য, Frequently Asked Question (FAQ), Study Material, নিউজের লিংক ইত্যাদি। ইসলামি ব্যাংকিং এর বিষয়ে কিছু ফাতওয়াও এখানে আছে।
- বুঝতে পারলাম। iKnowledge Bank ছাড়া আপনাদের আর কী সেবা রয়েছে?
- আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে ‘ব্যাংকিং নিউজ লিংক’। বিভিন্ন পত্রিকা থেকে বাছাই করা প্রতিদিনের গুরুত্বপূর্ণ সব ব্যাংকিং ও বাণিজ্য সংবাদ দিয়ে সাজানো হয় এটি।
- আমি আপনাদের ‘ব্যাংকিং নিউজ লিংক’ সম্পর্কে আগেই জেনেছি। প্রতিদিনই চোখ বুলাই। ব্যাংকিং এর সব নিউজ একসাথে পড়তে পারি। গুরুত্বপূর্ণ কোন সংবাদ মিস হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা আমার ভালো লাগে।
- ধন্যবাদ। ব্যাংকারদের জন্যে আমাদের আরেকটি নতুন ধরনের সেবা হচ্ছে ‘পার্সোনাল আর্কাইভ’।
-‘পার্সোনাল আর্কাইভ’ কী?
-আপনি জানেন যে, সচেতন ব্যাংকার মাত্রই একটি ব্যাক্তিগত ফাইল মেইনটেইন করে।
-জি, এতে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সার্কুলার, গাইডলাইন, তথ্য ইত্যাদি সংগ্রহ করে রাখা হয় যাতে প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়া যায়।
-আপনি ঠিকই বলেছেন। তবে ফাইলটি সবসময় আপডেটেড রাখা বেশ কষ্টকর। তা ছাড়া ফাইলটি তো সবসময় হাতের কাছে থাকে না। আপনি হয়ত একটা মিটিং এ আছেন, যেখানে একটা তথ্য প্রয়োজন কিন্তু সেখানে তো আর আপনি ফাইলটি নিয়ে যান না।তা ঠিক।
- ‘পার্সোনাল আর্কাইভ’ এই সমস্যার একটা চমৎকার সমাধান হতে পারে। অনলাইনে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো সাজিয়ে রাখতে পারবেন এবং যে কোন স্থান হতে দেখতে পারবেন। আর এই আর্কাইভ আপডেটেড রাখা খুব সহজ। মাউসের কয়েকটা ক্লিকের ব্যাপার মাত্র।
-বিষয়টি বেশ নতুন এবং দারুন।
-ধন্যবাদ। এছাড়া আমরা Excel ও LibreOffice Calc এর ট্রেনিংও দিয়ে থাকি।
-LibreOffice Calc কী?
-LibreOffice Calc হচ্ছে Excel এর মতই একটি Spreadsheet Software; কিন্তু এটি ফ্রি।
- চমৎকার। আপনাকে ধন্যবাদ।
- আপনাকেও ধন্যবাদ।